নীলফামারীর সৈয়দপুরে ট্রেনে কাটা পড়ে ব্যবসায়ির মৃত্যু হয়েছে। রোববার (৩ ডিসেম্বর) শহরের দুই নম্বর রেল ঘুমটি মক্কা চায়ের হোটেল সংলগ্ন রেললাইনে ওই দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যবসায়ী কাশার জিনিসপত্র বিক্রি করতো। 

প্রত্যক্ষদর্শী জানায়, রাজশাহী থেকে ছেড়ে আসা চিলাহাটি গামী তিতুমীর এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ওই ব্যবসায়ির মৃত্যু হয়। ওই ব্যবসায়ি রেললাইন পার হতে গিয়ে ট্রেনে কাটা পড়ে। নিহত ব্যবসায়ি জায়েদ হোসেন খান চঞ্চল ( ৭০) এর বাসা শহরের মুন্সিপাড়া মহল্লায়।

তার পরিবার জানায় দীর্ঘদিন থেকে তিনি দুই কানের সমস্যায় ভুগছিলেন।

সৈয়দপুর রেলওয়ে থানার ওসি সাকিউর রহমান জানান, লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে সৈয়দপুর রেলওয়ে থানায় একটি ইউডি মামলা হয়েছে।