র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠাকালীন থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। এছাড়াও নিয়মিত অস্ত্রধারী সন্ত্রাসী, সংঘবন্ধ অপরাধী, মাদক, ছিনতাইকারী, প্রতারক, ডাকাতসহ নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠনের বিরুদ্ধে র‌্যাবের ব্যাপক অভিযান অব্যাহত আছে।

এরই ধারাবাহিকতায় র‌্যাব-১৩, ক্রাইম প্রিভেনশন কোম্পানী-২, নীলফামারীর একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ০৩/১২/২০২৩ তারিখে রাত্রি আনুমানিক ০১.৩০ ঘটিকায়রংপুর জেলার গংগাচরা মডেল থানাধীন নিলার পাড়া গ্রামস্থ পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে আসামী মোঃ বাবু মিয়া (৩২), পিতা- বাহেছ উদ্দিন, মাতা-মোছাঃ আকলিমা বেগম, সাং-বালাপাড়া, থানা-আদিতমারী জেলা-লালমনিরহাট কে আটক করে। উক্ত আসামীর কাছ থেকে১১০ (একশত দশ) বোতল ফেন্সিডিল ও ফেন্সিডিল বিক্রয়লব্ধ নগদ-৬০০০০/- টাকা উদ্ধার করা হয়। উল্লেখ্য যে, ধৃত আসামী রংপুর জেলাসহ পার্শ্ববর্তী জেলাগুলোতে মাদক তথা ফেন্সিডিল সরবরাহকারী।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে, আটককৃত আসামী মাদক ব্যবসার সাথে তার দীর্ঘদিন সম্পৃক্ততার কথা স¦ীকার করেছে। সে বহুদিন ধরে আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে মাদকের বড় বড় চালান সংগ্রহ করে রংপুর জেলা সহ আসপাশ পার্শ্ববর্তী জেলাগুলোতে সরবরাহ করে আসছে মর্মে স্বীকার করে। ধৃত আসামীর বিরুদ্ধে রংপুর জেলার গংগাচরা মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুপূর্বক হস্তান্তর করা হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তি র‌্যাব সিপিসি-২ এর দফতর থেকে প্রেরিত