বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের ১৯তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত-২০২৩
বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন (বিএনএফ) এর ১৯তম প্রতিষ্ঠা বার্ষিকী ও এনজিও ফাউন্ডেশন দিবস-২০২৩ উদ্যাপন উপলক্ষ্যে নীলফামারী জেলায় কর্মরত এনজিও ফাউন্ডেশনের সকল সহযোগী সংস্থার আয়োজনে আজ শনিবার ২ ডিসেম্বর-২০২৩ সকাল ১১.০০ টায় নীলফামারীস্থ উদয়াঙ্কুর সেবা সংস্থা (ইউএসএস) সভা কক্ষে কেক কেটে ‘‘উন্নয়ন অগ্রযাত্রায় এনজিও ফাউন্ডেশনের ভূমিকা শীর্ষক” আলোচনা সভা অনুষ্ঠিত হয়। নিত্যনন্দ অধিকারী, জনকল্যান সংস্থার সভাপতি, ডিমলা এর সভাপতিত্বে এবং আব্দুর রউফ, সমন্বয়কারী, ইউএসএস, নীলফামারী এর উপস্থাপনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন মো: আফিজার রহমান, সভাপতি, খগাখড়িবাড়ী সমাজ কল্যাণ সংস্থা ডিমলা । সাধব চন্দ্র রায়, সম্পাদক, জনকল্যান সংস্থা, ডিমলা। মশিয়ার রহমান, সদস্য, খগাখড়িবাড়ী সমাজ কল্যাণ সংস্থা ডিমলা। আব্দুর সামাদ, সদস্য, ইউএসএস, নীলফামারী। মো: নুরন্নবী ইসলাম, সদস্য, ইউএসএস, নীলফামারী। আব্দুল কুদ্দুস সরকার, সমন্বয়কারী মনিটরিং এন্ড ইভালুয়েশন, ইউএসএস, নীলফামারী। সভায় জেলার ৮টি সহযোগী সংস্থার সদস্য কর্মী ও উপকারকারভোগী সদস্যসহ প্রায় ৩৫ জন প্রতিনিধি অংশগ্রহণ করেন। সভায় বক্তারা এনজিও ফাউন্ডেশনের আর্থিক সহায়তায় দারিদ্র বিমোচনে বাস্তবায়িত, ছাগল পালন, গাভী পালন, রিক্সা ভ্যান প্রদান, মহিলাদের আত্ম কর্মস্থানে সেলাই প্রশিক্ষণ ও সেলাই মেশিন প্রদান, দরিদ্রদের টয়লেট তৈরী করে দেয়া, যুবদের কম্পিউটার প্রশিক্ষণসহ বিভিন্ন উন্নয়ন কার্যক্রমের মাধ্যমে টেকসই উন্নয়ন লক্ষ্য মাত্রা উন্নয়নে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের ভূমিকা তুলে ধরেন। আলোচনা সভার ইউএসএস এর সমন্বয়কারী মনিটরিং এন্ড ইভালুয়েশন জনাব আব্দুল কুদ্দুস সরকার বলেন যে, দেশের দরিদ্র ও পিছিয়ে পড়া জনগোষ্ঠির উন্নয়নে অবদান রাখার জন্য বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন প্রতিষ্ঠিত হয়েছে। প্রতিষ্ঠালগ্ন থেকে ফাউন্ডেশন দেশব্যাপী ছোট ছোট এনজিও এর মাধ্যমে বহুমুখী কার্যক্রমে কার্যকর সহায়তা করে যাচ্ছে। এসব কার্যক্রমের মাধ্যমে দারিদ্র্য বিমোচন, দক্ষতা উন্নয়ন, শিক্ষার প্রসারসহ বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান সৃষ্টি হচ্ছে যা এসডিজি এর লক্ষ্য মাত্রা অর্জনে অবদান রাখছে। আমরা আশা করি এই ধারা অব্যহত থাকবে।