মোঃ দিলদার হোসেন
ক্ষুধার রাজ্যে পূর্ণিমা চাঁদ
দেখে কি মিটে ঘুমের স্বাধ
পেটে যার নেই ভাত
কি হবে তার স্বর্ণের দাঁত?
“হতাশা জীবন বিষাক্ত দিন-রাত
চার দিকে শুধুই মৃত্যুর ফাঁদ”
ভেঙ্গে গেছে ধর্যের বাঁধ
চাইনা আর কোন সংঘাত
চোখের জলে মিনতি জোড়হাত
রক্তের দামে আজ এই প্রতিবাদ।