উৎসব মুখর পরিবেশে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নীলফামারী ৩ জলঢাকা আসনে ১২ জন প্রার্থী তাদের মনোনয়ন পত্র দাখিল করেছেন। বৃহস্পতিবার (৩০ নভেম্বর) বিকেল ৪ টা পর্যন্ত মনোনয়ন দাখিল করেন আ’লীগের ৫, জাপা’র ২, তৃণমূল বিএনপি ১, জাসদ ইনু ১, গনতন্ত্রী পাটি ১, কল্যাণ পাটি ১ ও বঙ্গবন্ধু পরিষদের ১ জন। যারা মনোনয়ন দাখিল করেন তারা হলেন, বর্তমান এমপি ও উপজেলা জাতীয় পাটির সভাপতি মেজর অব রানা মোহাম্মদ সোহেল, নৌকা মার্কার প্রার্থী সাবেক এমপি গোলাম মোস্তফা, জাপা নেতা সাবেক এমপি কাজি ফারুক কাদের, কেন্দ্রীয় যুবলীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সাদ্দাম হোসেন পাভেল, তৃণমূল বিএনপি নেতা খলিলুর রহমান, বঙ্গবন্ধু পরিষদের জেলা সাধারণ সম্পাদক রোকনুজ্জামান জুয়েল, কল্যাণ পাটির ডাঃ আলমগীর, জাসদ ইনু অধ্যাপক আজিজুল ইসলাম, গনতন্ত্রী পাটি মোজাম্মেল হক, জেলা যুবলীগ নেত্রী মার্জিয়া সুলতানা, যুবলীগ নেতা হুকুম আলী খান ও উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আবু সাইদ শামীম ।  উপজেলা নির্বাহী কর্মকর্তা ময়নুল ইসলাম জানান, উৎসব মুখর পরিবেশে মনোনয়ন পত্র দাখিল করেন প্রার্থীরা। আগামী ৪ ডিসেম্বর যাচাই-বাছাই অনুষ্ঠিত হবে। এদিন নির্ধারিত সময়ে সকল প্রার্থীকে উপস্থিত হওয়ার আহবান জানান তিনি।