দ্বাদশ সংসদ নির্বাচনে জলঢাকা আসনে কেন্দ্রীয় যুবলীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সাদ্দাম হোসেন পাভেলসহ ৫ জন মনোনয়ন সংগ্রহ করেছে। আজ সোমবার (২৭ নভেম্বর) বিকেল ৪ টা পর্যন্ত মনোনয়ন সংগ্রহ করেন সাবেক এমপি কাজি ফারুক কাদের, খলিলুর রহমান, রোকনুজ্জামান, সাবেক এমপি গোলাম মোস্তফা ও সাদ্দাম হোসেন পাভেল। এসময় পাভেলের পক্ষে মনোনয়ন সংগ্রহ করেন পৌর যুবলীগের আহবায়ক নজমুল কবীর মুকুলসহ পৌর আ’লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ। উপজেলা নির্বাহী কর্মকর্তা ময়নুল ইসলাম জানান, এখন পর্যন্ত ৫ জন মনোনয়ন সংগ্রহ করেছে। মনোনয়ন ফরম বিতরণ সকাল থেকে বিকেল ৪টা ১০ মিনিট পর্যন্ত চলে। এদিকে বিভিন্ন সুত্র থেকে জানা যায় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন তাদের মধ্যে জাপা নেতা সাবেক এমপি কাজি ফারুক কাদের, বঙ্গবন্ধু ফাউন্ডেশনের জেলা সভাপতি রোকনুজ্জামান জুয়েল, বিএনএম এর খলিলুর রহমান, আ’লীগের প্রার্থী গোলাম মোস্তফা ও কেন্দ্রীয় যুবলীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সাদ্দাম হোসেন পাভেল।