“”দেশের জন্য  মানুষের পাশে” এই শ্লোগান কে সামনে রেখে নীলফামারীর জলঢাকা উপজেলায় গরীব অসহায় বৃদ্ধ মানুষের মাঝে ডোনেশন ফাউন্ডেশনের  আর্থিক  সহযোগিতায়  অভিনন্দন ফাউন্ডেশনের উদ্যোগে কম্বল বিতরন করা হয়েছে। গতকাল

শুক্রবার (২৪ নভেম্বর) সকালে কৈমারী ইউনিয়নের গাবরোল বালাপাড়ার গাবরোল সরকারী প্রাথমিক বিদ্যালয় ও বিন্যাকুরী হাইস্কুল মাঠ বিভিন্ন ইউনিয়নের প্রায় ৩ শতাধিক গরীব অসহায়  বৃদ্ধ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন কৈমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাদেকুল সিদ্দিক সাদেক ও  অভিনন্দন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক কাঞ্চন রায়। এসময় উপস্থিত ছিলেন ডোনেশন ফাউন্ডেশনের প্রধান নির্বাহী আপন আহসান, জলঢাকা প্রেস ক্লাব সদস্য হাসানুজ্জামান সিদ্দিকী হাসান, ডোনেশন ফাউন্ডেশনের মাহতাব লিটন,মমতাজ মনি,অভিনন্দন ফাউন্ডেশনের আরিফুজ্জামান আরিফ, ডাঃ গোপিনাথ রায়, মিলন সরকার, কাজল দাশ, দেবদাস শর্মা, সুশান্ত কুমার, কৃষ্ণা রায়, জোতিষ প্রমুখ। এসময় কাঞ্চন চন্দ্র রায় আসন্ন শীতে অসহায় মানুষের পাশে দাঁড়াতে সমাজের সকল বৃত্তবান মানুষকে এগিয়ে আসার আহবান জানান।