নিউজিল্যান্ডের বিপক্ষে ব্যাটিং বিপর্যয়ে পড়েছে শ্রীলঙ্কা। ১৫০ রানের আগেই ৯ উইকেট হারাতে হয়েছে তাদের। কুসাল পেরেরা ছাড়া কেউ রান তুলতে পারেনি। তিনি ২৮ বলে ৫১ রান করেছেন। এই রিপোর্ট লেখা পর্যন্ত ৩২ ওভার শেষে ৯ উইকেট হারিয়ে ১২৮ রান করেছে শ্রীলঙ্কা।
এর আগে টস জিতে শ্রীলঙ্কাকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানায় নিউজিল্যান্ড। এখন পর্যন্ত ওয়ানডেতে ১০১ বার মুখোমুখি হয়েছে শ্রীলঙ্কা-নিউজিল্যান্ড। এরমধ্যে শ্রীলঙ্কার জয় ৪১টিতে, নিউজিল্যান্ডের জয় ৫১টিতে।
১টি ম্যাচ টাই ও ৮টি পরিত্যক্ত হয়েছে। বিশ্বকাপে ১১ ম্যাচে মুখোমুখি হয়েছে দুই দল। বিশ্ব মঞ্চে জয়ের ক্ষেত্রে এগিয়ে শ্রীলঙ্কা। ৬টিতে জিতেছে তারা। ৫টিতে জয় আছে কিউইদের। তবে অতীতের কোনো পরিসংখ্যানকে আমলে আনতে চাইছেন না কোনো দলই।
দুই দলেই একটি করে পরিবর্তন রয়েছে। ইনজুরি থেকে ফিরেই একাদশে ফিরেছেন লকি ফার্গুসন। আর শ্রীলঙ্কার দলে রাজিথার জায়গায় ফিরেছেন চামিকা।
নিউজিল্যান্ড একাদশ : ডেভন কনওয়ে, রাচিন রবীন্দ্র, কেন উইলিয়ামসন (অধিনায়ক), ড্যারিল মিচেল, মার্ক চ্যাপম্যান, গ্লেন ফিলিপস, মিচেল স্যান্টনার, টম ল্যাথাম (উইকেটরক্ষক), টিম সাউদি, ট্রেন্ট বোল্ট, লকি ফার্গুসন।
শ্রীলঙ্কা একাদশ: পথুম নিসাঙ্কা, কুশল পেরেরা, কুশল মেন্ডিস (উইকেটরক্ষক/অধিনায়ক), সাদিরা সামারাবিক্রমা, চরিথ আসালাঙ্কা, অ্যাঞ্জেলো ম্যাথিউস, ধনঞ্জয়া ডি সিলভা, চামিকা করুণারত্নে, মহেশ থেকশানা, দুশমন্থা চামিরা, দিলশান মাদুশঙ্কা।