বঙ্গবন্ধুর সুদমুক্ত ক্ষুদ্র ঋন ঘোচায় দৈন্য আনে সুদিন এই শ্লোগানকে সামনে রেখে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলা সমাজসেবা অধিদপ্তর পরিচালিত ক্ষুদ্রঋন কার্যক্রম বিষয়ক সেমিনার অনুষ্টিত হয়েছে।গতকাল মঙ্গলবার সকাল ১১ টায় উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা অফিসের আয়োজনে উক্ত সেমিনার অনুষ্টিত হয়। উপজেলা নির্বাহী অফিসার নুর-ই আলম সিদ্দিকীর সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, নীলফামারী জেলা সমাজসেবা কার্যালয়ের উপ পরিচালক আবু বক্কর সিদ্দিক, বিশেষ অতিথি ছিলেন,জেলা সমাজসেবা অফিসের সহকারী পরিচালক নুসরাত ফাতেমা। সঞ্চালনার দায়িত্বে ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকতা জাকির হোসেন, জাকির হোসেন বলেন, সেমিনার শেষে উপজেলার ৬ টি মাতুকেন্দ্রে ৫ লাখ ৭৬ হাজার টাকার ক্ষুদ্র ঋনের চেক প্রদান করার পাশাপাশি ৩০ টি পল্লী মাতৃকেন্দ্রে ৩০ টি সাইনবোর্ড প্রদান করা হয়েছে।