আজ শনিবার (৪ নভেম্বর) সারাদেশের মতো নীলফামারীর সৈয়দপুরে ৫২তম জাতীয় সমবায় দিবস-২০২৩ পালিত হয়েছে। দিবসটি উদ্যাপন পালন উপলক্ষে সৈয়দপুর উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের উদ্যোগে একটি বর্ণাঢ্য ও আলোচনা সভার আয়োজন করা হয়। বেলা ১১টায় “সমবায়ে গড়ছি দেশ,স্মার্ট হবে বাংলাদেশ” শ্লোগানকে সামনে রেখে ওই আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সৈয়দপুর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফয়সাল রায়হানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় স্বাগত বক্তব্য দেন উপজেলা সমবায় অফিসার মো. মাহফুজার রহমান।
সৈয়দপুর উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. আনোয়ার হোসেনের সঞ্চালনায় আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা ভাইস চেয়ারম্যান মো. আজমল হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. সানজিদা বেগম লাকী, বীরমুক্তিযোদ্ধা মির্জা মো. সালাহউদ্দিন বেগ, সোনালী সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির সভাপতি নুরুজ্জামান রতন ও মতিউল ইসলাম প্রমুখ।
সভায় সৈয়দপুর উপজেলা শিক্ষা অফিসার মো. জাকির হোসেন সরকার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মির্জা আবু ছাইদসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
এর আগে অনুষ্ঠানের শুরুতেই উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় চত্বরে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল রায়হান জাতীয় পতাকা এবং উপজেলা ভাইস চেয়ারম্যান আজমল হোসেন সমবায় পতাকা উত্তোণ করেন। এ সময় মাইকে জাতীয় সঙ্গীতপরিবেশন করা হয়। পরে দিবসটি উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। উপজেলা পরিষদ চত্বর থেকে র্যালিটি উপজেলা রোড প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। র্যালিতে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সমবায় সমিতির বিপুল সংখ্যক সদস্য-সদস্য্রা অংশ নেন।
শেষে সমবায় বিভাগের রেজিষ্ট্রেশনভূক্ত পাঁচটি সঞ্চয় ও ক্ষুদ্র ঋণদান সমবায় সমিতির মাঝে ক্রেস্ট বিতরণ করা হয়েছে।