দিনাজপুরের চিরিরবন্দরে যাত্রীবাহি বাসের ধাক্কায় ঘটনাস্থলেই আব্বাস আলী (৬২) নামে এক পথচারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ সড়ক দূর্ঘটনাটি গত ৩ নভেম্বর শুক্রবার আনুমানিক সন্ধ্যা সাড়ে ৬টায় উপজেলার দিনাজপুর-পার্বতীপুর সড়কের বেকিপুল বাজার নামক স্থানে ঘটেছে। নিহত আব্বাস আলী উপজেলার বড়গ্রামের রিফুজিপাড়ার মৃত মফিজউদ্দিনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ওই সময় চিরিরবন্দর থেকে দিনাজপুরগামী তাকিয়া এন্টার প্রাইজ (কিশোরগঞ্জ জ-১১-০০০৭) নামে একটি যাত্রী মিনিবাস বেকিপুল বাজারে একটি ট্রাক্টরকে সাইড দিতে গিয়ে সড়ক থেকে বাসটি কিছুটা নিচে নেমে যাওয়ার সময় পথচারী আব্বাস আলীকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বজলুর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘাতক বাসটিসহ চালক চিরিরবন্দর উপজেলার সিঙ্গানগর গ্রামের জগিন মেম্বারপাড়ার মৃত জগদিশ চন্দ্র রায়ের ছেলে অশ্বিনী কুমার রায় (৬১) কে আটক করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের হয়েছে।