ক্রিস্তিয়ানো রোনালদো, নেইমারদের নিজেদের লিগে নিয়ে আসা সৌদি আরব এবার বিশ্বকাপও আয়োজন করতে যাচ্ছে। ২০৩৪ বিশ্বকাপ হতে যাচ্ছে সৌদিতে। ফিফা এই আসরের জন্য এশিয়া ও ওশেনিয়া থেকে ‘বিড’ চেয়েছিল। অস্ট্রেলিয়া শুরুতে আগ্রহ দেখিয়েও আজ শেষ দিন নিজেদের নাম প্রত্যাহার করে নিয়েছে।

আসরটি এককভাবে আয়োজনের চেষ্টায় ছিল সৌদি আরব এবং অস্ট্রেলিয়া দুই দেশই। কিন্তু ফিফা কর্তৃক নির্ধারিত সময়ে আবেদন চূড়ান্তভাবে জমা দেওয়ার মাত্র এক ঘণ্টা আগে অস্ট্রেলিয়া আনুষ্ঠানিকভাবে নাম প্রত্যাহার করে নেয়।

ফুটবল অস্ট্রেলিয়া এক বিবৃতিতে জানিয়েছে, ‘আমরা সিদ্ধান্ত নিয়েছি যে, ২০৩৪ বিশ্বকাপের আয়োজক হওয়ার বিষয়ে আর এগুবো না।’ যার ফলে, ২০২২ আসরের এক যুগ পরে বিশ্বকাপটি ফের মধ্যপ্রাচ্যে ফিরবে।