স্মার্ট যুব সমৃদ্ধ দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ শ্লোগানে নীলফামারীতে যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে জাতীয় যুব দিবস উদযাপিত হয়েছে। বুধবার(১ নভেম্বর) সকাল ১১টায় অনুষ্ঠানে বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ নেয়া তিন জনের মাঝে সনদপত্র বিতরণ এবং চারজনের মাঝে ২লাখ ৬০হাজার টাকার ঋণের চেক বিতরণ করা হয়। এর আগে শোভাযাত্রা, আলোচনা সভা, করা হয় যুব ভবনের অডিটোরিয়ামে। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) ফারুক আল মাসুদ এবং বিশেষ অতিথি হিসেবে অতিরিক্ত পুলিশ সুপার(নীলফামারী সার্কেল) মোস্তফা মঞ্জুর এবং সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান বক্তব্য দেন।
যুব উন্নয়ন অধিদপ্তর নীলফামারী জেলা কার্যালয়ের উপ-পরিচালক দিলগীর আলমের সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য দেন প্রশিক্ষণ বিভাগের কো-অর্ডিনেটর শহিদুল ইসলাম সরকার।