দাম নিয়ন্ত্রণে এবার আলু আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার।
সোমবার (৩০ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।
বিজ্ঞপ্তিতে আগ্রহী আমদানিকারদের বাণিজ্য মন্ত্রণালয়ে আবেদন করার জন্য অনুরোধ জানানো হয়েছে।
এর আগে, সরকার আলুর দাম নিয়ন্ত্রণে হিমাগার ও খুচরা পর্যায়ে দাম বেঁধে দিয়েছল। পরে সেই দাম কার্যকর করতে সারা দেশে অভিযানও চালায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। তারপরও আলুর বেঁধে দেওয়া দাম কার্যকর হয়নি। এমন পরিস্থিতিতে আলু আমদানির সিদ্ধান্ত নিল সরকার।