বিএনপির ডাকা আজ সারাদেশে সকাল সন্ধ্যা হরতালে সারা মেলেনি নীলফামারীর সৈয়দপুরে। স্বাভাবিক ছিল জান চলাচল ও দোকানপাট ছিল খোলা। জনজীবন ছিল স্বাভাবিক । বিএনপি কার্যালয় ছিল বন্ধ। হরতালের সমর্থনে সৈয়দপুর বিএনপির কোন মিছিল বা পিকেটিং করতে দেখা যায়নি। তবে হরতালের বিপক্ষে সৈয়দপুর উপজেলা আওয়ামী লীগ একটি মিছিল বের করেন। মিছিলে নেতৃত্ব দেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মোখছেদুল মোমিন, পৌর আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম বাবু, আওয়ামী লীগ নেতা শাখাওয়াৎ হোসেন খোকনসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। হরতালে সৈয়দপুর বিএনপি কার্যালয়ের সামনে কোন নেতা কর্মীকে দেখা যায়নি। তবে অফিসের সামনে পুলিশের ভ্যান ও মোতায়েন ছিল পুলিশ। শহরের মোড়ে মোড়ে লক্ষ্য করা গেছে পুলিশের উপস্থিতি। দুপুর ১টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত স্বাভাবিক ছিল সৈয়দপুর শহর।