নাশকতা ও নৈরাজ্য সৃস্টির পরিকল্পনা করার অভিযোগে নীলফামারীর জলঢাকা উপজেলা বিএনপি ও গণঅধিকার পরিষদের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার(২৯ অক্টোবর) ভোর রাতে তাদের গ্রেপ্তার করা হয়। জলঢাকা থানার ওসি মোক্তারুল আলম বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃতরা হলো জলঢাকা উপজেলা বিএনপির সাধারন সম্পাদক ময়নুল ইসলাম(৫০) ও গণঅধিকার পরিষদের উপজেলার সাধারন সম্পাদক মোহাইমেন রহসানওরফে সাসা(৪০)। ওসি বলেন, তারা দুইজনে নাশকতা ও নৈরাজ্য সৃস্টির পরিকল্পনা করছিল। গোপন সংবাদে তাদের গ্রেপ্তার করা হয়।