নীলফামারীতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিস্কার পরিচ্ছন্নতা সপ্তাহের শুভ উদ্বোধন হয়েছে। রবিবার(২৯ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় বেলুন উড়িয়ে প্রধান অতিথি হিসাবে সপ্তাহের উদ্বোধন করেন জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ। এরপর একটি বর্ণাঢ্য র‌্যালি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় মিলিত হয়।
এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক সাইফুর রহমান, জেলা গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ তৌহিদুজ্জামান, বীর মুক্তিযোদ্ধা কান্তিভুষণ কুন্ডু, নীলফামারী প্রেসক্লাবের সাধারণ স¤পাদক হাসান রাব্বি প্রধান প্রমুখ।
এসময় বক্তারা ডেঙ্গু প্রতিরোধে আশপাশের পরিবেশ পরিস্কার পরিচ্ছন্ন রাখার প্রতি গুরুত্বারোপ করেন এবং এলক্ষ্যে ব্যাপক জনসচেতনতা সৃষ্টিতে সবাইকে এগিয়ে আসার আহবান জানান।