দিনাজপুরের চিরিরবন্দরে রাণীরবন্দর মহিলা কলেজের চারতলা ভীত বিশিষ্ট একতলা একাডেমিক ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। গতকাল ২৭ অক্টোবর শুক্রবার সকাল ১১টায় একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্বোধন করেন প্রধান অতিথি অর্থমন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আবুল হাসান মাহমুদ আলী এমপি।

এসময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুনীল কুমার সাহা, সাধারণ সম্পাদক আব্দুল আলিম সরকার, থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বজলুর রশিদ, রাণীরবন্দর মহিলা কলেজের সভাপতি আবু হান্নান মো. সাদেক (ছোটন), অধ্যক্ষ মো. তফিকুল ইসলাম, দিনাজপুর শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মো. আব্দুল আউয়াল প্রমূখসহ কলেজের শিক্ষক-শিক্ষিকা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। দিনাজপুর শিক্ষাপ্রকৌশল অধিদপ্তর ও কলেজ কতর্পক্ষ এ অনুষ্ঠানের আয়োজন করে।