শ্রীলঙ্কা-ইংল্যান্ড দুই দলেরই টিকে থাকার লড়াই এটি। কেননা প্রথম চার ম্যাচে মাত্র একটি জয় পেয়েছে দুই দল। আজ যে দল হারবে, সেই দলের সেমিফাইনালে খেলার সম্ভাবনা অনেকটাই কমে যাবে।
গুরুত্বপূর্ণ এই ম্যাচে টসভাগ্য সহায় হয়েছে ইংল্যান্ডের। টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন ইংলিশ অধিনায়ক জস বাটলার। তবে ৬৮ রান তুলতে ৩ উইকেট হারিয়ে বসেছে তারা।
দুই ওপেনার ডেভিড মালান আর জনি বেয়ারস্টো ৩৯ বলে গড়েন ৪৫ রানের জুটি। মালানকে (২৫ বলে ২৮) ফিরিয়ে এই জুটিটি ভাঙেন বিশ্বকাপ দলে ফেরা অ্যাঞ্জেলো ম্যাথিউস।
এরপর জো রুট পড়েছেন রানআউটের ফাঁদে। ১০ বলে ৩ রান করা ইংলিশ ব্যাটিং স্তম্ভকে ফেরানোর পেছনেও অবদান ম্যাথিউজের থ্রোয়ের। ৫৭ রানে দ্বিতীয় উইকেট হারিয়েছে ইংলিশরা।
এরপর কাসুন রাজিথার শিকার হয়ে সাজঘরে ফিরেছেন জনি বেয়ারস্টোও (৩১ বলে ৩০)। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ২৯ ওভার শেষে ইংল্যান্ডের সংগ্রহ ৭ উইকেটে ১৩৩ রান।