নীলফামারীর ডোমারে প্রথম সিডার মেশিনে ভুট্টা বীজ বোপন পদ্ধতি দেখতে এসেছে নীলফামারী জেলার কৃষি কর্মকর্তারা।
বৃহস্পতিবার(২৬ অক্টোবর) সকাল হতে দুপুর পর্যন্ত ডোমার উপজেলার সোনারায় ইউনিয়নের খানাবাড়ী গ্রামে বন্ধন সীডস্ এর গবেষণা ও উন্নয়ন কেন্দ্রে চাষ পদ্ধতি দেখেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে উপ-পরিচালকসহ ছয় উপজেলার কৃষি কর্মকর্তাসহ এলাকার কৃষকরা।
বীজ উৎপাদনকারী প্রতিষ্ঠান বন্ধন সীডস্ দেশে প্রথমবারের মতো মেশিনের মাধ্যমে বীজ উৎপাদনের জন্য চীন হতে সিডার মেশিন আমদানী করেছে।
নীলফামারী জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. আবু বক্কর সাইদুল ইসলাম, অতিরিক্ত উপ-পরিচালক (উদ্যান) আব্দুল্লাহ আল মামুন, ডোমার উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম, জলঢাকা উপজেলা কৃষি কর্মকর্তা সুমন আহমেদ, কিশোরগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা মো. লোকমান আলম,সৈয়দপুর উপজেলার অতিরিক্ত কৃষি কর্মকর্তা শারমিন সুলতানাসহ জেলা কৃষি দপ্তরের বিভিন্ন কর্মকর্তা সিডার মেশিনে ভূট্টার বীজ বোপন পদ্ধতি দেখেন।
এসময় বন্ধন সীডস্ এর ব্যবস্থাপনা পরিচালক মো. আনোয়ার হোসেন, প্রতিষ্ঠানের উপদেষ্টা সাবেক জেলা বীজ প্রত্যায়ন কর্মকর্তা মাহবুবুর রহমান প্রমূখ উপস্থিত ছিলেন।
কৃষি কর্মকর্তারা সিডার মেশিনে বীজ বোপন পদ্ধতি দেখে বলেন, এ মেশিনে ভূট্টা বীজ স্বল্প সময়ে অধিক জমিতে কম শ্রমিকে ভূট্টা বীজ বোপন করতে পারবে। কোন জালানী না লাগায় মেশিনটি পরিবেশ বান্ধব।