মুম্বাইয়ে গতকাল মঙ্গলবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৩৮৩ রানের বিশাল টার্গেটে ব্যাট করতে নেমে ৮১ রানে ৬ উইকেট নেই বাংলাদেশের! এরপর মাহমুদউল্লাহ রিয়াদের প্রাণপণ লড়াই বাংলাদেশকে এনে দেয় ২৩৩ রান। তার তৃতীয় বিশ্বকাপ সেঞ্চুরিতেও অবশ্য বড় হার এড়ানো যায়নি। কুইন্টন ডি ককের বীরত্বপূর্ণ সেঞ্চুরির কাছেই হেরে গেল বাংলাদেশ। শেষ পর্যন্ত সাকিব আল হাসানদের হার ১৪৯ রানের। চলতি বিশ্বকাপে চতুর্থ হারের স্বাদ পেল বাংলাদেশ।
ওপেনিংয়ে ব্যাট করতে নেমে ১৭৪ রানের বিস্ফোরক ইনিংস খেলে বাংলাদেশের সব আশা শেষ করে দেন বামহাতি হার্ডহিটার ডি কক। তিনি চলতি আসরে নিজের তৃতীয় সেঞ্চুরি করে দক্ষিণ আফ্রিকাকে ৩৮২ রানের বিশাল সৌধ গড়ে দেন। বিশ্বকাপে এটা বাংলাদেশের বিপক্ষে সর্বোচ্চ দলীয় স্কোর। আগের সর্বোচ্চ স্কোর ছিল অস্ট্রেলিয়ার। ২০১৯ বিশ্বকাপে নটিংহ্যামে ৫ উইকেটে ৩৮১ রান তুলেছিল অজিরা। আজ সেই স্কোর ছাড়িয়ে গেল দক্ষিণ আফ্রিকা (৩৮২/৫)।
ওয়ানডেতে এটি বাংলোদেশের বিপক্ষে পঞ্চম সর্বোচ্চ দলীয় সংগ্রহ। গত বছর চট্টগ্রামে বাংলাদেশের বিপক্ষে ৮ উইকেটে ৪০৯ রান তুলেছিল ভারত। সেটাই ওয়ানডেতে বাংলাদেশের বিপক্ষে সর্বোচ্চ এবং একমাত্র চারশ ছাড়ানো দলীয় সংগ্রহ।
বিশাল টার্গেট তাড়া করতে নেমে ৮১ রানে ৬ উইকেটে হারানো বাংলাদেশ মাহমুদউল্লাহর সেঞ্চুরিতে কল্যাণে বড় লজ্জা থেকে বাঁচে।
চলতি আসরে এটা পাঁচ ম্যাচে চতুর্থ হার বাংলাদেশের। আফগানিস্তানকে হারানোর পর টানা টানা হেরেছে ইংল্যান্ড, নিউজিল্যান্ড, ভারত ও দক্ষিণ আফ্রিকার কাছে। শনিবার কলকাতায় নেদারল্যান্ডসের কাছে হারলেই বিদায় নিশ্চিত হয়ে যাবে। অন্যদিকে, প্রোটিয়ারা পাঁচ ম্যাচের চারটিতে জিতে নিউজিল্যান্ডকে তিনে ঠেলে দিয়ে উঠে গেল পয়েন্ট টেবিলের দুইয়ে। সেমিফাইনালের পথেও বড় এক ধাপ এগিয়ে গেল কখনই বিশ্বকাপ না জেতা এই দলটি।
ওয়াংখেড়ে স্টেডিয়ামে ইংল্যান্ড ম্যাচে ঝড় তোলেন ক্লাসেনসহ দলের আরো তিনজন। সেঞ্চুরি করে ক্লাসেন ছিলেন সবার সেরা। সেই একই মাঠে গতকাল ঝড় উঠল ডি ককের ব্যাটে। ১০১ বলে তিন অঙ্ক ছুঁয়েছেন ৬ চার ও ৪ ছক্কার সাহায্যে। আউট হয়েছেন ১৪০ বলে ১৫টি চার ও ৭ ছক্কার সাহায্যে। এরপর ক্লাসেন (৪৯ বলে ৯০) ও ডেভিড মিলারের (১৫ বলে ৩৪*) ব্যাটে ভর করে অবিশ্বাস্য গতিতে রান ৩৮২-তে নিয়ে যান।
চলতি বিশ্বকাপে সর্বোচ্চ তিনটি সেঞ্চুরির মালিক এখন ডি কিক। এছাড়া একটি করে সেঞ্চুরি আছে আরো ১৬ জনের। এই তালিকায় নিজের নাম লেখান বাংলাদেশের মাহমুদউল্লাহও। মাহমুদউল্লাহ ২০১৫ সালের বিশ্বকাপে দুটি সেঞ্চুরি করে ইতিহাস গড়েন। তিনিই বিশ্বকাপে বাংলাদেশের সর্বপ্রথম সেঞ্চুরিয়ান। এরপর ২০১৯ আসরে সাকিব দুটি ও মুশফিকুর রহিম একটি সেঞ্চুরি করেন। এবার মাহমুদউল্লাহ করলেন দেশের হয়ে বিশ্বকাপে ষষ্ঠ সেঞ্চুরি।