নীলফামারীতে বাংলাদেশ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের তৃতীয় শ্রেণি কর্মচারী পরিষদ এর দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।গতকাল শনিবার (২১ অক্টোবর) বিকালে নীলফামারী ছমির উদ্দিন স্কুল এন্ড কলেজ হলরুমে এ সভার আয়োজন করা হয়। উক্ত দোয়া মাহফিলে নীলফামারী সদরে আদর্শ উচ্চ বিদ্যালয়ের সদ্য মৃত্যুবরকারী অফিস সহকারি মরহুম মশিউর রহমান এর স্মরণে দোয়া ও তার আত্নার মাগফেরাত কামনা এবং তৃতীয় শ্রেণির কর্মচারীদের চাকুরীর ভবিষ্যৎ ও হতাশা থেকে মুক্তির পথ নিয়ে আলোচনা করেন। এতে উপস্থিত ছিলেন বাংলাদেশ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান তৃতীয় শ্রেণি কর্মচারী পরিষদ এর সাধারণ সম্পাদক মোঃ হাবিবুর রহমান, রংপুর জোলা শাখার সাধারন সম্পাদকমোঃ আল ইকলাস, নীলফামারী জেলা শাখার সভাপতি মোঃ এমদাদুল হক, সাংগঠনিক সম্পাদক আব্দুল বারেক সহ বিভিন্ন উপজেলা ও জেলার নের্তৃবৃন্দ।