বিশ্বকাপ ক্রিকেটে রাউন্ড রবিন লিগে দুটো ম্যাচ মাঠে গড়াবে। দিনের প্রথম ম্যাচে নেদারল্যান্ডস মুখোমুখি হচ্ছে শ্রীলঙ্কার। এ ম্যাচটি লক্ষনৌতে অনুষ্ঠিত হবে। বেলা ১১টায় শুরু হবে ম্যাচটি।
বাঁচা মরার লড়াইয়ে শ্রীলঙ্কা আজকের ম্যাচে দুটো পরিবর্তন এনেছে। দাসুন হেমন্থা ও কাসুন রাজিথা দলে এসেছেন। নেদারল্যান্ডস দলে কোন পরিবর্তন নাই।
নেদারল্যান্ডস তিন ম্যাচ থেকে দুই পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের অষ্টম স্থানে রয়েছে। শ্রীলঙ্কা সবার নিচে। তিন ম্যাচ খেললেও একটাতে জয় পায়নি তারা।
শ্রীলঙ্কা: পাথুম নিশাঙ্কা, কুশাল পেরেরা, কুশাল মেন্ডিস, সাদিরা সামারাবিক্রমা, চারিথা আশালাঙ্কা, ধনঞ্জয়া ডি সিলভা, দাসুন হেমন্থা, চামিরা কারুরত্নে, মাহিশ থিকসানা, কাসুন রাজিথা, দিলশান মাদুশাঙ্কা।