নীলফামারী জেলায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের (অনুর্ধ্ব ১৭) ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার(২১ অক্টোবর) বিকেলে জেলার শেখ কামাল স্টেডিয়ামে ওই খেলায় ছেলেদের দলে নীলফামারী পৌরসভা ২-০ গোলে ডোমার উপজেলা দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। মেয়েদেরে খেলায় (অনুর্ধ-১৭) সৈয়দপুর উপজেলা ৩-০ গোলে নীলফামারী সদর উপজেলা দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।
খেলা শেষে সন্ধ্যায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সংসদ সদস্য আসাদুজ্জামান নূর। এসময় তিনি বলেন, খেলা ধুলার মধ্য দিয়ে আমরা আমাদের নিজেদের শরীরটাকে তৈরী করতে চাই, তেমনি মনটাকেও তৈরী করতে চাই। একটা সুন্দর পরিবেশের মধ্যে থাকলে আমাদের ছেলে মেয়েদের মনটা অন্য দিকে যায় না। খেলা ধুলার মধ্য দিয়ে মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদকে আমরা না বলবো।
এসময় অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) ও স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক উপসচিব সাইফুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা দেন জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ, পুলিশ সুপার গোলাম সবুর পিপিএম, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহিদ মাহমুদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আরিফ হোসেন মুন, জেলা ক্রীড়া কর্মকর্তা আবুল হাসেম প্রমুখ।
জেলা ক্রীড়া কর্মকর্তা আবুল হাসেম জানান, জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া কার্যালয়ের আয়াজনে গত ৮ অক্টোবর বিকেলে শেখ কামাল স্টেডিয়ামে ওই টুর্নামেণ্ট শুরু হয়। টুর্নামেন্টে ছেলে ৭টি ও মেয়েদের ৭টি করে মোট ১৪টি দল অংশ নেয়।