অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানুষের সুখ-দুঃখের কথা বোঝেন, ভাবেন। মানুষের দুখ কষ্ট তিনি সহ্য করতে পারেন না। প্রধানমন্ত্রী সারাদেশে উন্নয়নের জোয়ার বইয়ে দিয়েছেন। আজ ১৯ অক্টোবর বৃহস্পতিবার উপজেলা প্রশাসনের আয়োজনে বেলা ১১টায় উপজেলার বৈদেশীর হাট হতে পশ্চিম সাঁইতাড়া উচ্চ বিদ্যালয় যাওয়ার রাস্তা পাঁকাকরণ কাজের উদ্বোধন উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এ কে এম শরীফুল হকের সভাপতিত্বে এসময় খানসামা উপজেলা চেয়ারম্যান ও খানসামা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সফিউল আযম চৌধুরী লায়ন, চিরিরবন্দর সহকারি কমিশনার (ভুমি) রুনাল্ট চাকমা, চিরিরবন্দর উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুনীল কুমার সাহা, খানসামা উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ মো. সাইফুল ইসলাম, চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বজলুর রশিদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আব্দুল আলিম সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান লায়লা বানু, উপজেলা প্রকৌশলী কবির হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. আজিমউদ্দিন সরকার গোলাপ প্রমূখ বক্তব্য রাখেন।
এছাড়াও প্রধান অতিথি উপজেলার বাংলাবাজার হতে সাঁইতাড়া যাওয়ার রাস্তা পাঁকাকরণ, তেঁতুলিয়া ইউপি অফিস হতে নশরতপুর যাওয়ার রাস্তা, ভবানিপুর হতে বিশ্বনাথপুর ভায়া সুধীর মেম্বারপাড়া যাওয়ার রাস্তা, খোচনা রামকৃষ্ণ আশ্রম যাওয়ার রাস্তা, ডাঙ্গারহাট হতে চক সন্নাসী যাওয়ার রাস্তা, বৈকুন্ঠপুর জিপিএস থেকে সত্যেন মেম্বারপাড়া যাওয়ার রাস্তা, পীরগঞ্জ মেলার মোড় হতে পোস্ট অফিস যাওয়ার রাস্তা, দেবিগঞ্জ বাজার হতে আউলিয়া পুকুর ইউপি অফিস ভায়া অনিল চেয়ারম্যানপাড়া যাওয়ার রাস্তা, দারুল ফালাহ আরএইচডি হতে ঘুঘুরাতলী ভায়া ইউজেড এইচকিউ যাওয়ার রাস্তা, চিরিরবন্দর হেলিপ্যাড হতে রেলব্রিজ (কাঁকড়া ব্রিজ) যাওয়ার রাস্তা, চিরিরবন্দর হতে রাণীরবন্দর যাওয়ার রাস্তার ইসমাইল রাইস মিল হতে কেন্দ্রিয় ঈদগাহ মাঠ যাওয়ার রাস্তা পাঁকাকরণ, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের অফিস ভবন, দল্লা বানিয়াখাড়ী উচ্চ বিদ্যালয়ের নব-নির্মিত ৪তলা একাডেমিক ভবন, সাতনালা মডেল উচ্চ বিদ্যালয়ের নব-নির্মিত ৪তলা একাডেমিক ভবন, নওখৈড় বালিকা উচ্চ বিদ্যালয়ের নব-নির্মিত ৪তলা একাডেমিক ভবন, নশরতপুর পল্লী উন্নয়ন উচ্চ বিদ্যালয়ের নব-নির্মিত ৪তলা একাডেমিক ভবন, আলোকডিহি জান বকস উচ্চ বিদ্যালয়ের নব-নির্মিত ভবন, গমিরাহাট উচ্চ বিদ্যালয়ের নব-নির্মিত ২য় ও ৩য় তলার উর্দ্ধমূখী ভবনের উদ্বোধন করেন।