নীলফামারীতে নানা আয়োজনের মধ্য দিয়ে শিক্ষা প্রতিষ্ঠানগুলোত শেখ রাসেল দিবস উদযাপিত হয়েছে। মঙ্গলবার(১৮ অক্টোবর) শিশু শেখ রাসেলের জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষ্যে সদর উপজেলার কাজী আব্দুর রশিদ উচ্চ বিদ্যালয়ে র‌্যালী শেষে শেখ রাসেল এর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি প্রদান করা হয়। শিক্ষার্থীদের নিয়ে শেখ রাসেল এর জন্ম ও মৃত্যুু সম্পর্কে আলোচনা সভা এবং তার রুহের মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়। পরে দিবসটির তাৎপর্য সম্পর্কে নতুন প্রজন্মের শিক্ষার্থীদের মাঝে শেখ রাসেল এর জন্মদিনকে জাতীয় শিশু দিবস হিসেবে কেন পালন করা হয় তা নিয়ে আলোচনা করা হয়। আলোচনা সভা শেষে শিক্ষার্র্থীদের নিয়ে বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর কনিষ্ট পুত্র শিশু শেখ রাসেল ১৮ অক্টোবর ১৯৬৪ সালে জন্ম গ্রহন করেন। তিনি মাত্র ১১বছর বয়সে ১৯৭৫ এর ১৫ই আগষ্ট হত্যার শিকার হন। এসময় উপস্থিত ছিলেন কাজী আব্দুর রশিদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী দৌলত হোসেন, সহকারি শিক্ষক আবু রাশেদ, মোঃ তোজাম্মেল হক, মোঃ কাওছার আলী ও গোলাপী রানী রায় সহ শিক্ষক-শিক্ষার্থী।