ধর্মশালায় বিশ্বকাপের ১৫তম ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ইতিহাস গড়ল নেদারল্যান্ডস। চলমান ভারত বিশ্বকাপের দ্বিতীয় অঘটন ঘটালো ডাচরা। ৩৮ রানে হারিয়ে বিশ্বকাপের পাশাপাশি নিজেদের ওয়ানডে ইতিহাসে প্রথমবারের মতো প্রোটিয়াদের বিপক্ষেজয়ের দেখা পেয়েছে নেদারল্যান্ডস।
মঙ্গলবার (১৭ অক্টোবর) ধর্মশালায় বৃষ্টির কারণে ৪৩ ওভারে নেমে আসা ম্যাচে ৮ উইকেট হারিয়ে ২৪৫ রান তুলে নেদারল্যান্ডস। জবাবে ৪২.৫ ওভারে সবকয়টি উইকেট হারিয়ে ২০৭ রানে থামে প্রোটিয়ারা।
ধর্মশালায় বিশ্বকাপের ১৫তম ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ইতিহাস গড়ল নেদারল্যান্ডস। চলমান ভারত বিশ্বকাপের দ্বিতীয় অঘটন ঘটালো ডাচরা। ৩৮ রানে হারিয়ে বিশ্বকাপের পাশাপাশি নিজেদের ওয়ানডে ইতিহাসে প্রথমবারের মতো প্রোটিয়াদের বিপক্ষে জয়ের দেখা পেয়েছে নেদারল্যান্ডস।
মঙ্গলবার (১৭ অক্টোবর) ধর্মশালায় বৃষ্টির কারণে ৪৩ ওভারে নেমে আসা ম্যাচে ৮ উইকেট হারিয়ে ২৪৫ রান তুলে নেদারল্যান্ডস। জবাবে ৪২.৫ ওভারে সবকয়টি উইকেট হারিয়ে ২০৭ রানে থামে প্রোটিয়ারা।
বৃষ্টিবৃঘ্নিত ম্যাচে টস হেরে ব্যাট করতে নামে শুরুর ৫০ রানে চারটি এবং দলের রান একশ’ ছাড়াতেই (১১২ রান) ছয় উইকেট হারায় নেদারল্যান্ডস। এরপর দৃঢ়তা দেখান সাতে নামা উইকেটরক্ষক ব্যাটার ও অধিনায়ক এডওয়ার্ড। তিনি ৬৯ বলে দশটি চার ও এক ছক্কায় ৭৮ রানের ইনিংস খেলেন। লোয়ার অর্ডারে ফন ডার মারইউ ২৯ এবং আরিয়ান দত্ত ২৩ রানের ইনিংস খেলে দলকে ৮ উইকেটে ২৪৫ রানের পুঁজি এনে দেন।
লক্ষ্য তাড়া করতে নেমে ৩৬ রানের ওপেনিং জুটি পায় দক্ষিণ আফ্রিকা। এরপরই ধস নামে প্রোটিয়াদের। ৪৪ রানে ৪ উইকেট পড়ে যায় প্রোটিয়াদের। একে একে ফিরে যান কুইন্টন ডি কক (২০), অধিনায়ক টেম্বা বাভুমা (১৬), রেসি ভ্যান ডার ডুসন (২) ও এইডেন মার্করাম (১)।
ওই ধাক্কা সামাল দেয়ার চেষ্টা করে ব্যর্থ হন হেনরি ক্লাসেন ও ডেভিড মিলার। ক্লাসেন ২৮ বলে ২৮ রান করেন। মিলার খেলেন ৪৩ রানের ইনিংস। তারা প্যাভিলিয়নে ফিরতেই ম্যাচের ভাগ্য নির্ধারণ হয়ে যায়। পরে গেরাল্ড কোয়েটজে ২২ এবং কেশব মহারাজ ৪০ রানের ইনিংস খেলে পরাজয়ের ব্যবধান কমান।
নেদারল্যান্ডসের এই রূপকথার জয়ে দারুণ বোলিং করেছেন লগান ফন বিক, পাউল ফন মেকেরান, রিওলফ ফন মারউই ও ব্যস ডি লিড। লগান ফন বিক বল হাতে নিয়েছেন ৩ উইকেট। বাকিরা নেন দুটি করে উইকেট।
এর আগে দক্ষিণ আফ্রিকার হয়ে দুটি করে উইকেট নেন লুঙ্গি এনগিডি, মার্কো ইয়ানসেন ও কাগিসু রাবাদা।