হিন্দু ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ উৎসব শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ পরিবেশে নিরবচ্ছিন্নভাবে সম্পন্ন করতে সার্বিক নিরাপত্তা নিশ্চিতে সচেষ্ট আইনশৃঙ্খলা বাহিনী। এরই অংশ হিসেবে নীলফামারী জেলার সকল মন্ডব পরিদর্শন করছে র‌্যাব ১৩ কর্তৃপক্ষ।
রবিবার (১৫ অক্টোবর) সকালে সৈয়দপুর উপজেলায় আসেন র‌্যাব ১৩ এর কমান্ডার মো. আরাফাত রহমান। এসময় তাঁর সাথে ছিলেন র‌্যাব ১৩, নীলফামারী সিপিসির কমান্ডার সিনিয়র এএসপি সালমান নুর আলম ও সৈয়দপুর সদর ফাঁড়ির পুলিশ পরিদর্শক মো. নুরুল ইসলাম।
সৈয়দপুর শহরের শহীদ তুলশীরাম সড়কের কেন্দ্রীয় পূজাম-পে প্রবেশ করলে সেখানে তাদের স্বাগত জানান উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি রাজ কুমার পোদ্দার, সাধারণ সম্পাদক মৃণাল কান্তি, পৌর সভাপতি রঞ্জন কুমার দাস, হিন্দু, বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি সাংবাদিক গোপাল চন্দ্র রায় প্রমুখ।
পরিদর্শনকালে র‌্যাব ১৩ মন্ডপের বৈদ্যুতিক তারের সংযোগ, সিসি ক্যামেরা কার্যক্রম, পারিপার্শ্বিক নিরাপত্তাসহ সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। এসময় পূজা কমিটি জানায় সকাল ৮ টা থেকে রাত ১ টা পর্যন্ত দর্শনার্থীরা এখানে আসে। তাদের সুবিধার জন্য স্বেচ্ছাসেবকসহ আনসার ও পুলিশ সদস্যরা নিয়োজিত আছেন।
এর প্রেক্ষিতে র‌্যাব ১৩, রংপুরের কমান্ডার আরাফাত রহমান বলেন, পূজা মন্ডপগুলোর সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি আমরাও সর্বাত্মকভাবে সচেষ্ট আছি। র‌্যাব সদস্যরা নিয়মিত মন্ডপ এলাকায় অবস্থান করাসহ টহলরত থাকবে।