উৎসব যার যার রাষ্ট্র সবার এই স্লোগানকে সামনে রেখে, ৬ নং নাউতারা ইউনিয়ন পরিষদ আয়োজনে, সনাতন ধর্মালম্বীদের শারদীয় দুর্গোৎসব উদযাপন উপলক্ষে আইনশৃঙ্খলা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় ।
১৪ অক্টোবর শনিবার ইউনিয়ন পরিষদ হল রুমে চেয়ারম্যান আশিক মোর্শেদ মনি এর সভা-প্রধানে
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার নূর-ই-আলম সিদ্দিকী। তিনি বলেন, শারদীয় দুর্গা উৎস নতুন কিছু না।বহমান কাল থেকে চলে আসছে,আসবে এবং থাকবে। সেই যুগেও শকুনি মামা ছিল আছে এবং থাকবে, ইতিহাসের পাতায় মীরজাফর ছিল আছে এবং থাকবে। তাতে ভয়ের কিছু নেই। কে কি বলে সে দিকে কান না দিয়ে সুষ্ঠু ভাবে মহা উৎসবে পূজা অর্চনা করবেন। সরকার পাশে আছে এবং থাকবে।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডিমলা থানা অফিসার ইনচার্জ লাইছুর রহমান এর প্রেরিত প্রতিনিধি সাব ইন্সপেক্টর ও নাউতারা ইউনিয়ন বিট পুলিশিং অফিসার আফছার আলী। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন,ইউপি সচিব সুবাস চন্দ্র রায়।
এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন,হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের উপজেলা সাধারণ সম্পাদক প্রতিকুল চন্দ্র রায়, হিন্দু যুব মহাজোট উপজেলা সভাপতি অমৃত রায়, নাউতারা ইউনিয়ন পূজা উদযাপন কমিটির সভাপতি ইউপি সদস্য লাল মোহন রায়।এতে অংশ নেন ইউনিয়নের সুধিজন সহ দশটি পূজা মন্ডবের সভাপতি ও সাধারণ সম্পাদক বৃন্দ।
সভায় সভাপতি চেয়ারম্যান আশিক ইমতিয়াজ মোর্শেদ মনি বলেন,সাম্প্রদায়িক সম্প্রদায়ের বন্ধন অটুট রেখে আসন্ন শারদীয় দুর্গা উৎসব ২০২৩ যথাযোগ্য মর্যাদায় ও উৎসব মুখর পরিবেশে যেন উদযাপিত হয়। তিনি আরো বলেন,অভাবের কারণের যদি কোন পরিবার পূজার আনন্দ করতে পারছেন না,তা শুনা মাত্র আমাকে জানাবেন। সর্বপরি সনাতনী ধর্মালম্বী ভাইদের উৎসবের মধ্যে দিয়ে সকল অপশক্তির অবসান ঘটুক এর জন্য সকলের সার্বিক সহযোগিতা কামনা করছি। পরিশেষে তিনি ব্যক্তি উদ্যোগে,প্রতিটি মণ্ডবে আর্থিক অনুদান ও পূজারীদেরকে বস্ত্র প্রদান করেন।