দীর্ঘক্ষণ সমান তালে চলেছে লড়াই। তার পরেও ব্যবধানে হেরফের হচ্ছিলো না। কিন্তু ৮৭ মিনিটে মালদ্বীপ এক গোল করে শেষ মুহূর্তে পরাজয়ের মুখে ফেলে দেয় বাংলাদেশকে। কিন্তু নাটীয়কতার তখনও আরও বাকি! শেষ মুহূর্তে সাদউদ্দীনকে মাঠে নামানো হলে যোগ হওয়া সময়ে গোল করে নাটকীয় এক ড্র এনে দিয়েছেন বাংলাদেশকে। তার করা গোলে বাংলাদেশ হার এড়িয়েছে। তাতে বিশ্বকাপ বাছাইয়ের প্রথম লেগে মালদ্বীপের সঙ্গে ১-১ ড্র নিয়ে মাঠ ছেড়েছে জামাল ভূঁইয়ার দল।