নীলফামারীর জলঢাকা উপজেলায় আধুনিক চিকিৎসার নিশ্চয়তা দিয়ে হোসনেয়ারা মা শিশু এন্ড জেনারেল হাসপাতালের যাত্রা শুরু হয়েছে। আজ বুধবার সকালে পৌরশহরের রাবেয়া কলেজ এলাকায় এই হাসপাতালের আনুষ্ঠানিক উদ্বোধন করেন হাসপাতালের চেয়ারম্যান অধ্যক্ষ আব্দুস সালাম। এসময় উপস্থিত ছিলেন জলঢাকা সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আকবর হোসেন, সর্বজন শ্রদ্ধেয় শিক্ষক (অব) লুৎফর রহমান, জমশেদ আলী, উপজেলা ক্রীড়া সংস্থার সেক্রেটারি শহীদ হোসেন রুবেল, জলঢাকা রাবেয়া চৌধুরী মহিলা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ বিবেকানন্দ মহন্ত, উপজেলা আ’লীগের সভাপতি অধ্যাপক গোলাম মোস্তফা, প্রেসক্লাবে আহবায়ক মাহবুবুর রহমান মনি, উপজেলা আ’লীগের যুগ্ম সম্পাদক সারোয়ার হোসেন সাদের ও হাসপাতালের পরিচালক আব্দুল গফফার প্রমুখ। উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক রেজাউল করিম রাজু। এসময় তিনি জানান, রোগীদের ২৪ ঘন্টা অভিজ্ঞ চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী দ্বারা স্বাস্থ্যসেবা প্রদান করা হবে। এছাড়াও প্রতিদিন দেশের বিশেষজ্ঞ চিকিৎসকগন রোগী দেখবেন এই হাসপাতালে। মানুষের সঠিক চিকিৎসা সেবা দিতে এই হাসপাতালের যাত্রা। উদ্বোধনী অনুষ্ঠানে গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিপুল সংখ্যক বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।