নীলফামারীর জলঢাকা উপজেলায় আন্তঃ ইউনিয়ন প্রাইজমানি ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার বিকেলে উপজেলার গোলমুন্ডা ইউনিয়নের হাইস্কুল মাঠের সেমিফাইনাল খেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমুদ্রবিজ্ঞান বিভাগের সাবেক চেয়ারম্যান ও সহযোগী অধ্যাপক এবং বাংলাদেশের অন্যতম জাতীয় ইংরেজি দৈনিক “দি বাংলাদেশ টুডে”র ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক ড. জোবায়ের আলম। এসময় তিনি বলেন, সুস্থ বিনোদনের মাধ্যমে যুবসমাজকে মাদকমুক্ত ও মোবাইল আসক্তি থেকে দুরে রাখতে হবে। এজন্য তিনি এরকম আয়োজন বেশি বেশি করে করার আহবান জানান। খেলায় গোলমুন্ডা দোলাপাড়া ২–০ গোলে শ্যামপুর পাড়াকে পরাজিত করে ফাইনালে উন্নিত হয়। খেলার প্রধান পৃষ্ঠপোষক রেজওয়ানুল বারি রুবেল, সার্বিক সহযোগিতায় রোহান চৌধুরী আয়োজনে স্থানীয় যুবসমাজ।