নীলফামারীর ডোমার উপজেলায় সর্বজনীন পেনশন স্কিম বাস্তবায়নে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার(৭অক্টোবর) সকালে ডোমার বহুমূখী উচ্চ বিদ্যালয় হলরুমে সভার আয়োজন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা বিভাগ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) জান্নাতুল ফেরদৌস হ্যাপি’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী-১(ডোমার-ডিমলা) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকার।
সহকারী শিক্ষক হারুন অর রশীদের সঞ্চালনায় এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান তোফায়েল আহমেদ,সোনালী ব্যাংক ডোমার শাখা ব্যবস্থাপক পঙ্কজ কান্তি রায়,ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক সরকার,ডোমার থানা ইন্সপেক্টর(তদন্ত) মাসুদ করিম বক্তব্য দেন।
এছাড়াও ডোমার দাখিল মাদ্রাসার অধ্যক্ষ সুফি শামছুদ্দিন হোসাইনী,মহিলা কলেজের অধ্যক্ষ শাহিনুল ইসলাম বাবু,সরকারী বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহানা বিলকিস,ডোমার বহুমূখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিউল আলম প্রমূখ বক্তব্য রাখেন।
উপজেলার ৭৮টি শিক্ষা প্রতিষ্ঠান প্রধানসহ সহকারী শিক্ষক বৃন্দ মতবিনিময় সভায় অংশ গ্রহন করেন।
শেষে সংসদ সদস্যর তহবিল হতে ফুটবল, নেট,ভলিবল ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সুরক্ষা বিভাগ হতে প্রচারনার জন্য ফেস্টুন প্রদান করা হয়।