নীলফামারী সদরে নবাগত উপজেলা নির্বাহী অফিসার মো: মেহেদী হাসান এর যোগদান উপলক্ষে উপজেলার সকল স্তরের ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার ০৪ অক্টোবর দুপুর ১২.০০ ঘটিকায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে মতবিনিময় সভায় নবাগত উপজেলা নিবার্হী অফিসার মো: মেহেদী হাসান সভাপতিত্ব করেন। এ সময় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহিদ মাহমুদ। সভায় আরও বক্তব্য রাখেন মো: ইবনুল আবেদীন সহকারী কমিশনার (ভূমি),সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: তানভিরুল ইসলাম , উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দীপক চন্দ্র চক্রবর্তী ,বীর মুক্তিযোদ্ধা আমিনুল হক। নীলফামারী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক হাসান রাব্বি প্রধান, দৈনিক নীলফামারী বার্তা সম্পাদক শীষ রহমান, বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, ব্যবসায়ী, এনজিও কর্মীসহ গণমাধ্যমের কর্মীগণ এ সময় উপস্থিত ছিলেন।