নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দর এলাকার ৪৯ দোকান উচ্ছেদ করা হয়েছে। বার বার নোটিশ দেওয়া সত্ত্বেও দোকানপাট সরিয়ে না নেওয়ায় বাংলাদেশ বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের সহযোগিতায় বুধবার (৪ অক্টোবর) সকালে এসব দোকানপাট উচ্ছেদ করে।

সৈয়দপুর বিমানবন্দর ব্যবস্থাপক সুপ্লব কুমার ঘোষ জানান, দোকানগুলো ছিল কী পয়েন্ট ইন্সটলেন্স (কেপিআই) এলাকার মধ্যে। ইতোপূর্বে বিমানবন্দর নিরাপত্তা ও সম্প্রসারণের স্বার্থে ওই দোকান সরিয়ে নিতে বহুবার নোটিশ দেওয়া হয়েছে। কিন্তু এসব কোনো কিছু আমলে নেয়নি দোকানের মালিকরা। এ অবস্থায় কর্তৃপক্ষের নির্দেশে বেবিচক দোকানগুলো উচ্ছেদ করে। এই উচ্ছেদ কাজে সহযোগিতা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে বিপুল সংখ্যক পুলিশ, আনসার সদস্য ও সিভিল অ্যাভিয়েশন কর্মীরা।  

তিনি জানান, উচ্ছেদকৃত জায়গায় বিমানবন্দরের বড় স্থাপনা গড়ে তোলার পরিকল্পনা রয়েছে।  

বিমানবন্দর এলাকার ব্যবসায়ী হেলাল হোসেন বলেন, আমরা ওই দোকানগুলোর ওপর নির্ভরশীল ছিলাম। উচ্ছেদ বন্ধের জন্য মামলাও করেছি। যা আদালতে চলমান রয়েছে। এরই মধ্যে আমরা ৪৮ ঘণ্টা সময় চেয়েছিলাম দোকানের মালামাল সরিয়ে নিতে। কিন্তু কর্তৃপক্ষ আমাদের সেই সময় দেয়নি। বৃষ্টির মধ্যে চরম বেকায়দায় পড়ি।  মালামালসহ আমাদের দোকান গুঁড়িয়ে দেওয়া হয়েছে।

সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফয়সাল রায়হান বলেন, বেবিচকের নির্দেশে ওইসব দোকানপাট উচ্ছেদ করা হয়েছে। জেলা প্রশাসনের একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নির্দেশে ওই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।