দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস, ষ্টোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ, থ্যালাসেমিয়াসহ ৫২ জন রোগীর মাঝে চিকিৎসা সহায়তার অনুদানের ২৬ লাখ টাকার চেক বিতরণ করা হয়েছে।
উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের যৌথ উদ্যোগে গতকাল বুধবার (৪ অক্টোবর) আয়োজিত চিকিৎসা সহায়তার অনুদানের চেক বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর মো. আল কামাহ্ তমাল।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. আখতারুজ্জামানের সঞ্চালনায় আয়োজিত চেক বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সাবেক গণশিক্ষা মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো. মোস্তাফিজুর রহমান ফিজার এমপি। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আতাউর রহমান মিল্টন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. এনামুল হক, ফুলবাড়ী পৌরসভার মেয়র মো. মাহমুদ আলম লিটন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মঞ্জু রায় চৌধুরী, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড. রবিউল ইসলাম, ভেটেনারি সার্জন ডা. নেয়ামত আলী, জেলা পরিষদ সদস্য শফিকুল ইসলাম, কাজীহাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মানিক রতন, থানার পরিদর্শক (ওসি-তদন্ত) শফিকুল ইসলাম, ফুলবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ওয়াহিদুল ইসলাম ডিফেন্স, সাংগঠনিক সম্পাদক প্লাবন শুভ প্রমুখ।
শেষে প্রধান অতিথি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সাবেক গণশিক্ষা মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো. মোস্তাফিজুর রহমান ফিজার এমপি উপজেলার বিভিন্ন এলাকার জটিল রোগে আক্রান্ত ৫২ জন রোগীর মাঝে ২৬ লাখ টাকার চিকিৎসা সহায়তার অনুদানের চেক তুলে দেন।