দিনাজপুরের চিরিরবন্দরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯’র বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গত ২ অক্টোবর সোমবার বিকেল ৪টায় উপজেলা প্রশাসনের আয়োজনে সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চিরিরবন্দর উপজেলা পরিষদের চেয়ারম্যান তারিকুল ইসলাম তারিক।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এ কে এম শরীফুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে দিনাজপুর ভোক্তা অধিকার ও সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক মমতাজ বেগম, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. তানভীর হাসনাত রবিন, মহিলা ভাইস চেয়ারম্যান লায়লা বানু, চিরিরবন্দর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোরশেদ উল আলম, অফিসার ইনচার্জ (তদন্ত) জাকির শিকদার প্রমূখ বক্তব্য রাখেন।