দিনাজপুরের চিরিরবন্দরে আন্তর্জাতিক অহিংস দিবস উপলক্ষ্যে এক র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ২ অক্টোবর সোমবার সকাল সাড়ে ৯টায় উপজেলার বেলতলীবাজারে দি হাঙ্গার প্রজেক্টের পিস ফেসিলিটেটর গ্রুপের (পিএফজি) আয়োজনে আন্তর্জাতিক অহিংস দিবস উদযাপন উপলক্ষ্যে র‌্যালি ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পিস ফেসিলিটেটর গ্রুপের চিরিরবন্দর সমন্বয়কারি ও বেলতলী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোরশেদ উল আলম।

পিস ফেসিলিটেটর গ্রুপের সদস্য তুষার কন্যা রায়ের সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে আজিজুল ইসলাম, মিজান উল আলম, আনোয়ার হোসেন প্রমূখ বক্তব্য রাখেন।