নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় ছাগল ও ভেড়ার পিপি আর রোগ নির্মুলের লক্ষ্যে বিনামুল্যে পিপিআর রোগ মুক্তকরন ক্যাম্পেইনের উদ্ধোধন করা হয়েছে। সোমবার সকালে উপজেলা প্রাণী সম্পদ দপ্তরের আয়োজনে পুটিমারী ইউনিয়নের চন্ডির বাজারে এ ক্যাম্পেইনের আয়োজন করা হয়। উক্ত টিকাদান ক্যাম্পেইন অনুষ্টানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার নুর-ই আলম সিদ্দিকী, উপজেলা প্রানীসম্পদ কর্মকর্তা নুরুল আজীজ, ব্যাটেরেনারী সার্জন ডাঃ নাহিদ সুলতান। প্রানীসম্পদ কর্মকর্তা নুরুল আজীজ জানান, গোটা উপজেলায় ৫০ হাজার ছাগলের পিপিআর টিকা প্রদান করা হবে।