“সর্বজনীন মানবাধিকার ঘোষণায় প্রবীণদের জন্যে প্রদত্ত প্রতিশ্রুতি পূরণে প্রজন্মের ভূমিকা’ শীর্ষক প্রতিপাদ্যকে সামনে রেখে ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন(ইএসডিও) ও পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর সহায়তায় নীলফামারীতে পালিত হলো এবারের আর্ন্তজাতিক প্রবীণ দিবস।
রবিবার (১ অক্টোবর) দিবসটি উদযাপন উপলক্ষ্যে প্রবীণ জনগোষ্টির জীবনমান উন্নয়ন কর্মসূচির আওতায় নীলফামারী সদরের ১৪ নং চাপড়া সরমজানী ইউনিয়ন পরিষদ চত্ত্বরে আলোচনা সভা ও র‌্যালী অনুষ্ঠিত হয়। এতে ৫জন শ্রেষ্ট প্রবীণ এবং ৫জন শ্রেষ্ট প্রবীণ সন্তানকে সম্মাননা প্রদান করা হয়।
ইউনিয়ন প্রবীণ কমিটির সভাপতি খন্দকার ওবায়দুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মু: জাহাঙ্গীর আলম শাহ ফকির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইএসডিও নীলফামারী জোনাল ম্যানেজার মো: লোকমান হোসাইন, সদর এরিয়া ম্যানেজার মো: আইয়ুর আলী, ইউনিয়ন প্রবীণ কমিটির সাধারণ সম্পাদক মো: রশিদুল ইসলাম, প্রবীণ কর্মসূচির প্রোগ্রাম অফিসার মো: আব্দুল মোমেন, দারোয়ানী শাখা ব্যবস্থাপক মো: আমিনুর রহমান সহ প্রবীণ কমিটির সদস্যবৃন্দ।
এতে ৫ জন শ্রেষ্ট প্রবীণ এবং ৫ জন শ্রেষ্ট প্রবীণ সন্তানকে সম্মাননা প্রদান করা হয়। সম্মাননাপ্রাপ্ত ব্যক্তিদের মধ্যে রয়েছেন বীর মুক্তিযোদ্ধা, অবসরপ্রাপ্ত শিক্ষক, সমাজসেবক, মেধাবী শিক্ষার্থী , খেলোয়াড় ও প্রতিবন্ধি ব্যক্তি।