জমকালো অনুষ্ঠানের মাধ্যমে নীলফামারীর ডোমারে ছিন্নমূল কর্মজীবীদের প্রতিভা অন্নেষণে সংগীত প্রতিযোগীতার উদ্বোধন করা হয়েছে। জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এ্যাড. মমতাজুল হক ফিতাকেটে প্রতিযোগীতার উদ্বোধন ঘোষনা করেন।
গতকাল শনিবার(৩০সেপ্টম্বর) সন্ধ্যায় ডোমার শিল্পকলা একাডেমিতে ছিন্নমূল কর্মজীবীদের সংগীত প্রতিযোগীতার আয়োজন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও সাবেক উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক তোফায়েল আহমেদ।
উপজেলা চেয়ারম্যান তোফায়েল আহমেদের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী-১(ডোমার-ডিমলা) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকার।
এসময় সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল ফেরদৌস হ্যাপি,থানার অফিসার ইনচার্জ মাহমুদ উন নবী,জেলা পরিষদ সদস্য মেহেরুন আক্তার পলিন, মনজুর আহমেদ ডন উপস্থিত ছিলেন।
এছাড়াও উপজেলার বীর মুক্তিযোদ্ধা,ইউপি চেয়ারম্যান, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ,রাজনৈতিক নেতাকর্মীরা উদ্বোধনী অনুষ্ঠানে অংশ গ্রহন করেন।
প্রসঙ্গত; প্রতিযোগীতায় অডিশন রাউন্ডে ১০৬ জন প্রতিযোগী ইয়েজ কার্ড পেয়ে অংশ নেয়। বিজয়ী প্রথম পুরস্কার ৫০হাজার, দ্বিতীয় পুরস্কার ২৫ হাজারসহ ১০ জন বিজয়ীকে পুরস্কৃত করা হবে।