বন্ধুদের সাথে গোসল করতে নেমে বিলের পানিতে ডুবে মেহেদী  হাসান (১৫) নামে এক স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনাটি আজ ২৮ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল আনুমানিক ১১টায় দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার সাতনালা ইউনিয়নের খামার সাতনালা গ্রামের ঝাড়ুয়ার বিলে ঘটেছে। নিহত মেহেদী হাসান উপজেলার নশরতপুর ইউনিয়নের নশরতপুর গ্রামের মাছুয়াপাড়ার মিজানুর রহমানের ছেলে এবং নশরতপুর পল্লী উন্নয়ন আদর্শ উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণিরছাত্র।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, মেহেদী হাসান তার কয়েকজন বন্ধু মিলে ঝাড়ুয়া বিলে গোসল করতে নামে। গোসল শেষে তার বন্ধুরা বিল থেকে উপরে উঠে আসলেও মেহেদী হাসান তখনও বিল থেকে উঠে আসেনি। এসময় তার বন্ধুরাসহ স্থানীয় লোকজন ওই বিলের পানিতে মেহেদী হাসানের সন্ধান করতে থাকে। একপর্যায়ে তাকে বিলের পানির মধ্য থেকে তাকে উদ্ধার করে স্থানীয় একটি ক্লিনিকে নিয়ে আসে। পরে তাকে নীলফামারীর সৈয়দপুর ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।

চিরিরবন্দর অফিসার ইনচার্জ (ওসি) মো. বজলুর রশীদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আইনী প্রক্রিয়া শেষে কোনো আপত্তি না থাকায় মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।