নীলফামারীতে টানা তিনদিনের ঝড়-বৃষ্টিসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ হওয়ায় সদর উপজেলার ক্ষতিগ্রস্থ পরিবার গুলোর ঘর-বাড়ি মেরামতের জন্য মানবিক সহায়তার অংশ হিসেবে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারস্বরূপ ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ  করেন আসাদুজ্জামান নূর এমপি। 

হামার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বড়ো দয়ালু, কেন জানেন তিনি হামার নীলফামারীর কথা মনে রাখেন। বুধবার (২৭-সেপ্টেম্বর) দুপুরে নিজ বাসভবনে ৯১টি পরিবারের মাঝে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ কালে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, তিনি শুধু নীলফামারী নয়, বাংলাদেশের আনাচে-কানাচের সব জায়গা চেনেন। তিনি আমাদের সন্তানদের লেখাপড়ার জন্য নীলফামারী মেডিকেল কলেজ হাসপাতাল দিয়েছে, লেখাপড়ার দুরে কোথাও যেতে হবে না। গ্রামে আর কাঁচা রাস্তা নেই, সবগুলো রাস্তাই পাকা হয়েছে। তিনি আরোও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা মোবাইল ফোন দিয়েছেন, লক্ষ টাকার মোবাইল এখন অল্প দামে নিচ্ছেন। মোবাইলের মাধ্যমে টাকা লেনদেনসহ বিভিন্ন সুযোগ সুবিধা পাচ্ছেন। এরকম সুযোগ সুবিধা কোন সরকারের আমলে নিতে পারেননি। তাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে আবারও আওয়ামী লীগকে ভোট দিয়ে মানবিক জননেত্রী শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই। 

এসময় তিনি প্রত্যেক পরিবারকে দুই বান্ডিল করে ঢেউটিন ও ৬০০০ টাকা নগদ বিতরণ করেন। উপহার সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আবুজা রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রিয়াজুল ইসলাম (রিয়াজ), উপজেলা ভাইস চেয়ারম্যান দীপক চক্রবর্তী, মহিলা ভাইস চেয়ারম্যান সান্তনা চক্রবর্তী, মশিউর রহমান ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ সারোয়ার মানিক ও যুবলীগ নেতা নুরুজ্জামান বুলেট প্রমুখ।