নীলফামারী ডিমলা উপজেলা ৬ নং নাউতারা ইউনিয়নের আকাশকুড়ি উচ্চ বিদ্যালয়ের আয়োজনে,
বিদ্যালয় এর অবসারপ্রাপ্ত বিদায়ী শিক্ষক এবং কর্মচারীগণের সংবর্ধনা উপলক্ষে অভিভাবক ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ২৭ সেপ্টেম্বর (বুধবার) সকালে বিদ্যালয় মাঠে বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নানামুখী উন্নয়ন মূলক কর্মকান্ডের ধারা উল্লেখ করে,প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নীলফামারী ১ ডোমার ডিমলা আসনের সংসদ সদস্য ও ডিমলা উপজেলা আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব আফতাব উদ্দিন সরকার। সভায় ৬ নং নাউতারা ইউনিয়নের চেয়ারম্যান আশিক ইমতিয়াজ মোর্শেদ মনি এর সভাপ্রধানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার নূর – ই- আলম সিদ্দিকী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আঃ হালিম, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক সরকার মিন্টু। সভায় সহকারী শিক্ষিকা মোছা: পারুল বেগম এর সঞ্চালনায় মানপত্র পড়ে শোনান আকাশকুড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামিনী কুমার রায়।
আলোচনার প্রথম প্রহরে ফুল দ্বারা অতিথি বরণ শেষে সমাপনী বক্তব্যে সভাপতি বলেন,শিক্ষক আমাদের মাথার তাজ, যে জাতি যত বড় উন্নত, সে জাতি তত বড় শিক্ষিত। বিদায় শব্দটা হৃদয় বিদারক। তবে চাকরি শেষে বিদায় নিতে হবে এটাই নিয়ম। চাকুরী জীবনে দীর্ঘ আয়ুশ কালে আমার জানামতে অনেকে দেশের বিভিন্ন প্রান্তরে বড় বড় পদে চাকরি করে এই স্কুল তথা উপজেলার মুখ উজ্জ্বল করেছে এর জন্য আমরা গর্বিত। আমাদের জন্য দোয়া করবেন আমরাও দোয়া করি মহান সৃষ্টিকর্তা আপনাদেরকে যেন ভালো রাখেন, সুস্থ রাখেন। আপনাদের দেখানো পথে বাকি শিক্ষকগণ যেন চলতে পারে।