নীলফামারীর ডোমার উপজেলার সেভেন স্টার ক্লিনিক এন্ড ডায়াগনষ্টিক সেন্টার ৪০হাজার ও ফ্রেন্ডস হসপিটাল এন্ড ডায়াগনষ্টিক সেন্টারকে ২০হাজার টাকা জরিমানা করা হয়েছে।
গতকাল বুধবার(২৬ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা শহরস্থ ক্লিনিকগুলোতে অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল ফেরদৌস হ্যাপি।
অভিযানকালে ক্লিনিকগুলোতে অপারেশন থিয়েটারের নিম্নমান, পোস্ট অপারেটিভ ও লেবার রুমের অস্বাস্থ্যকর পরিবেশ, অতিরঞ্জিত বিজ্ঞাপনসহ যথাযথ স্বাস্থ্যবিধি ও আইন না মানার বিষয়টি নজরে আসে ভ্রাম্যমাণ আদালতের। অভিযান শেষে স্ব স্ব প্রতিষ্ঠানগুলোতে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫২ ধারায় সেভেন স্টার ক্লিনিক এন্ড ডায়াগনষ্টিক সেন্টারের স্বত্বাধিকারীকে ৪০হাজার ও ফ্রেন্ডস হসপিটাল এন্ড ডায়াগনষ্টিক সেন্টারের স্বত্বাধিকারীকে ২০ টাকা জরিমানা আদায় করা হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এমওডিসি ডা. কামরুল হাসান নোবেল জানান, জেলা সিভিল সার্জন এর নির্দেশনায় নিয়মিত পরিদর্শন করা হয়। পরিদর্শনকালে উল্লেখিত সমস্যাগুলোর কারনে দুই ক্লিনিককে জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
এসময় প্রসিকিউটর হিসেবে অভিযোগ উপস্থাপন করেন স্যানেটারী ইন্সপেক্টর আল আমীন রহমান। আদালতকে সহযোগীতা করেন ডোমার থানা এএসআই শরীফুল ইসলাম ও সঙ্গীয় ফোর্সসহ সহযোগী স্যানেটারী ইন্সপেক্টর অজয় চন্দ্র রায়।