দিনাজপুরের চিরিরবন্দরে বৃষ্টির পানিতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে রশিদুল ইসলাম বাবু (৩৫) নামে এক ব্যক্তির ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে। এ বজ্রপাতের ঘটনাটি আজ ২৪ সেপ্টেম্বর রবিবার আনুমানিক সকাল সাড়ে ৯টায় উপজেলার পুনট্টি ইউনিয়নের আমতলীর সাহাপুর গ্রামের ঝাড়পুকুর নামক স্থানে ঘটেছে। নিহত রশিদুল ইসলাম বাবু ওইপাড়ার মোখলেছার রহমানের ছেলে।

থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল ৯টার দিকে রশিদুল ইসলাম বাবু বাড়ির পাশে বৃষ্টির পানিতে মাছ ধরতে যায়। ওইসময় বৃষ্টিসহ বজ্রপাত সংঘটিত হলে বজ্রাঘাতে ঘটনাস্থলেই রশিদুল ইসলাম বাবু নিহত হন।

থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বজলুর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

এ ঘটনায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এ কে এম শরীফুল হক বজ্রপাতে নিহত রশিদুল ইসলাম বাবুর পরিবারকে এক কালীন ১০ হাজার টাকা সহায়তা প্রদান করেন।