নীলফামারীর ডোমার উপজেলার রিক্সা-ভ্যান চালক, শ্রমিক, তাঁতীসহ ছিন্নমূল কর্মজীবিদের প্রতিভা অন্বেষণে সংগীত প্রতিযোগীতার অডিশন রাউন্ড উদ্বোধন করা হয়েছে। বৃহষ্পতিবার(২১সেপ্টেম্বর) দুপুরে ডোমার শিল্পকলা একাডেমীতে প্রতিযোগীতার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল আলম বিপিএএ।
প্রতিযোগীতার আয়োজক উপজেলা পরিষদ চেয়ারম্যান তোফায়েল আহমেদ সভাপতিত্ব করেন। এসময় ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক সরকার, প্যানেল মেয়র সেলিম রেজা, বীর মুক্তিযোদ্ধা সহিদার রহমান মানিক, গোলাম মোস্তফা প্রমূখ উপস্থিত ছিলেন।
প্রতিযোগীতায় দুইশত ছয়জন প্রতিযোগী অংশ গ্রহন করে। দুইদিনে প্রাথমিকভাবে বাছাই পর্ব শেষ করা হবে। প্রতিযোগীতায় প্রথম পুরস্কার ৫০ হাজার টাকা। দ্বিতীয় পুরস্কার ২৫হাজার টাকা ছাড়াও মোট ১০জন বিজয়ী হয়ে পুরস্কার গ্রহন করবে।