উপজেলা পর্যায়ে শিক্ষার মনোন্নয়নে আগ্রগামী, প্রাথমিক বিদ্যালয়ের ক্লান্তিলগ্নে বিদ্যালয়ের অবকাঠামো উন্নয়নে সজ্জিত করন,এছাড়াও প্রয়োজনীয় শিক্ষার উপকরণ সরবরাহ, খেলাধুলার সরঞ্জাম, সেনিটেশন সহ শিক্ষার গুনগত মান উন্নয়নে, অভিরাম কাজ করে যাওয়ায় উপজেলা পর্যায়ের জাতীয় শিক্ষা পদক ২০২৩ উপলক্ষে শ্রেষ্ঠ শিক্ষক (পুরুষ)নির্বাচিত হয়েছেন মো.নাছির উদ্দীন রাজা।

গত রবিবার ১৭ (সেপ্টেম্বর) নীলফামারী ডিমলা উপজেলা পরিষদ হল রুমে প্রাথমিক বিদ্যালয়ের উপজেলা যাচাই – বাচাই কমিটি এ ফলাফল ঘোষনা করেন। তিনি উপজেলা ৮ নং ঝুনাগাছ চাপানী ইউনিয়ন কাঁকড়া মাষ্টার পাড়া গ্রামের ঝুনাগাছ চাপানী সরকারি প্রাথমিকবিদ্যালয়ের অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক ও বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মরহুম নজমুল হোসেন এর ছেলে।শিক্ষা জীবনে তিনি বিএ (বিএড) পাস করে ১৯৯৯ ইং সনে উপজেলার ৯ নং টেপাখড়িবাড়ীর মধ্য চড়খড়িবাড়ী সপ্রাবি ২০০২ সালে প্রধান শিক্ষক হিসেবে যোগদান করেন। এর পর তিনি একই উপজেলার ৭ নং খালিশা চাপানি সপ্রাবি ১ চলে আসেন ওখান থেকে তিনি উত্তর ঝুনাগাছ চাপানীতে ২০০৪ সালে যোগদান করেন,২০০৭ সাল থেকে তিনি নাউতারা নিজপাড়া সপ্রাবি বিদ্যালয়ে কর্মরত আছেন।

তাঁর কৃতিত্ব বিষয়ের সহকারী শিক্ষক মোছা.ফতেনূর বানু, মো.আমিনুর রহমান, মামুনার রশিদ মুকুল, উম্মে আল্লামা,সাহিদা বেগম ও আয়শা আক্তার বললেন, প্রধান শিক্ষক এর কৃতিত্বে আমরা অনেক খুশি। তেনার এ কৃতিত্ব যেন অম্লান না হয় এ বিষয়ে আমরা সচেষ্ট থাকব। এ বিষয়ে উপজেলা শিক্ষা অফিসার নূর মোহাম্মদ বলেন, নির্বাচিত সবাই প্রাথমিক শিক্ষায় অনেক দক্ষ।