দিনাজপুরের চিরিরবন্দরে ৩দিনব্যাপি জাতীয় স্থানীয় সরকার দিবস উন্নয়ন মেলা উদ্বোধন উপলক্ষ্যে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ১৭ সেপ্টেম্বর বেলা ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে ৩দিনব্যাপি মেলার ভার্চুয়ালী উদ্বোধন ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সাবেক পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এমপি। 

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) একেএম শরীফুল হকের সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুনীল কুমার সাহা, উপজেলা প্রকৌশলী কবির হোসেন, উপজেলা শিক্ষা অফিসার এমজিএম সারোয়ার হোসেন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব মমিমুল ইসলাম প্রমূখ বক্তব্য রাখেন। আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন।