দিনাজপুরের চিরিরবন্দরে বীর মুক্তিযোদ্ধা আফছার আলী মৃত্যুবরণ করায় রাষ্ট্রীয় মর্যাদা প্রদান শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৪ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে, নাতী-নাতনীসহ অসংখ্যা আত্নীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে যান। তিনি গত ১৭ সেপ্টেম্বর রবিবার রাত আনুমানিক সাড়ে ১১টায় বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন। আজ ১৮ সেপ্টেম্বর সোমবার বিকাল সাড়ে ৪টায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) একেএম শরীফুল হক ও থানার অফিসার ইনচার্জ (ওসি-তদন্ত) মো. জাকির সিকদার রাষ্ট্রীয় সালাম প্রদর্শন করেন। এরপর নামাজে জানাযা শেষে উপজেলার নশরতপুর ইউনিয়নের নশরতপুর গ্রামের পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।

এ সময় উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার মো. মমিনুল ইসলাম, ডেপুটি কমান্ডার মো. আফজাল হোসেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান তারিকুল ইসলাম তারিক, ইউপি চেয়ারম্যান আব্দুল ওহাব, মুক্তিযোদ্ধাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।